ঢাকা, বুধবার   ২১ মে ২০২৫

টানাবর্ষণে কুড়িগ্রামে ১৩১ হেক্টর জমির ফসল নিমজ্জিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

গত কয়েক দিনের টানাবর্ষণে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় উঠতি ধান, বাদাম, কাউনসহ বিভিন্ন ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক পানিতে ডুবে কাঁচা-পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। 

বিশেষ করে কুড়িগ্রামের ঘোগাদহ, যাত্রাপুর, পাঁচগাছি, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আলগা, হাতিয়া, বজরা—এ সকল নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে একই অবস্থা বিরাজ করছে। 

ধান ঘরে তোলার সময়ে এসে এ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কৃষকরা পড়েছেন চরম বিপাকে। 

কৃষি বিভাগ জানায়, কাঁচাপাকা, বোরো ধানসহ বিভিন্ন ধরনের ১৩১ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, “গত কয়েক দিনের বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি সমতলে কিছুটা বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি